155 বার পঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি>বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্মীপুর জেলা নবগঠিত কমিটি কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৩ টায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এক আলোচনার মধ্যদিয়ে উক্ত সংবর্ধণা অনুষ্ঠান পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নব গঠিত জেলা বিএনপির সদস্য সচিব, মৃত্যুন্জ্ঞয়ী বিএনপির সাবেক জেলা সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব গঠিত জেলা বিএনপির এক মাত্র যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আইন জীবি, সাবেক ছাত্র নেতা জনাব, এ্যাডভোকেট হাছিবুর রহমান, নব গঠিত জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, নবম গঠিত জেলা বিএনপির সদস্য সদর উপজেলা পশ্চিম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল,
বাংলাদেশ আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর জেলার সাবেক সভাপতি জনাব এ্যাড.হাফিজুর রহমান, জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম লিটন, সাবেক যুবদলের পৌর নেতা সাবেক কমিশনার লোকমান হোসেন, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ভুলু,জেলা কৃষক দলের সভাপতি চাষী আমির হোসেন ,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন আকবর, সদর উপজেলা পশ্চিম যুবদলের আহবায়ক ওবায়দুল হক মিলন,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা আবদুর রহমান,সাবেক উপজেলা পশ্চিম ছাত্র দলের যুগ্ম আহবায়ক হারুনর রশীদ, যুব নেতা মিন্টু, ইফতেখার আরিফ, মাহফুজ পাটোয়ারী সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এর কয়েক হাজার নেত্র বৃন্দ।
নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি ছিলোনা, নেতৃত্বহীন ও অবিভাবক হীন ছিলো নতুন কমিটির মাধ্যমে আমরা আবার লক্ষ্মীপুরে অবিভাবক পেলাম। এই অবিভাবক দের হাত ধরে জেলা বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন আদায় করে সৈরাচার সরকার হঠাতে হবে।
এর আগে দীর্ঘ দিন পরে গতো মাসের ১৫ তারিখ শুক্রবার বি এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কে আহবায়ক, শাহাবুদ্দিন সাবু কে সদস্য সচিব, এ্যাডভোকেট হাছিবুর রহমান কে যুগ্ম আহবায়ক করে উক্ত কমিটি ঘোষণা করেন।