198 বার পঠিত
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নবীন শিক্ষকদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলার নব নিয়োগপ্রাপ্ত ৩শ ৩৬জন সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি), পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা বিভাগের সদস্য ও আহ্বায়ক নীলোৎপল খীসা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া,খাগড়াছড়িপার্বত্য জেলা পরিষদের ক্যজরী মারমা, খাগড়াছড়ির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও নবনিয়োগ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি (এমপি) বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এ জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করেন একজন শিক্ষক। আমি মনে করি জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের শিক্ষা দানের যথেষ্ট জ্ঞান আছে। আশা করি তারা তাদের জ্ঞান দিয়ে স্মার্ট নাগরিক গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।