126 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি>খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বলী সংগঠন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি’র ঐতিহ্যবাহী বলী খেলার মধ্য দিয়ে। শুক্রবার (১৭ মে,২০২৪ ইং) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলী খেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
ঐতিহ্যবাহী বলী খেলা শুরু হওয়ার আগেই খাগড়াছড়ি স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ গ্যালারী দর্শকে পরিপূর্ণ ছিলো।
এসময় খাগড়াছড়ি ঐতিহ্যবাহী বলী সংগঠন মর্মসিং ত্রিপুরা বলীর সভাপতিত্ত্বে আরোও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ারজেনারেল শরীফ মোঃ আমান হাসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়া।
আয়োজক কমিটি জানায়, এবারের বলী খেলার আসরে কুমিল্লা, কক্সবাজার সহ খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার বলী খেলায় অংশগ্রহণ করছেন।
বলী খেলা দেখতে আসা দর্শকরা জানান, বলী খেলা দেখে তাদের ছোট বেলার কথা মনে পড়ে জানান। এবং বছর বছর এরকম বলী খেলার আয়োজন করার আহ্বান জানান। ঐতিহ্য কে ধরে রাখার আশা ব্যক্ত করেন।
শেষে কুমিল্লার মোঃ শাহ্ জাহান বলী, খাগড়াছড়ি সদরস্ত
সৃজন চাকমা বলী, মহালছড়ি উপজেলার সুজন ত্রিপুরা এ
তিন জনকে সেরা বলী হিসেবে বিজয়ী ঘোষনা করা হয়। এবং তাদের গলায় মেডেল ও ১ম স্থান কাপ তুলে দেয়া।