1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

ছোটন বিশ্বাস
  • প্রকাশ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

 45 বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত এ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ভাবনা,ধ্যান, সাধনা অনুশীলন করেন।

দিনটি উপলক্ষে শনিবার সকালে খাগড়াছড়ি সদরে ধর্মপুর ঐতিহ্যবাহী পুরনো আর্য বনবিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা পঞ্চশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দ্যেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের দান অনুষ্ঠিত হয়।

এইদিনটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।  এছাড়া সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়। এবং বিহারে আগত ভক্তরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন। 

আর্য বনবিহারের স্থবির দ্বীপানন্দ ভান্তে জানান, তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। প্রবারণার অর্থ সকলের কায়িক মন বাসনা পূরণের জন্য, কারো যদি ভূল-ক্রুটি, একে অপরের ক্ষমা,মৈত্রী নিয়ে থাকা টাই প্রবারণা। এক কথায় কোনো হিংসা-বিদ্ধেস যাতে না থাকে এবং সকল প্রাণী সুখী হয়।

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park