1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 172 বার পঠিত

খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পৌর পানি সরবরাহ উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক মনোয়ার  প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, খাদ্য সংশ্লিষ্ট রোগ, শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব।  হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫ টি শিশুর মধ্যে ১ টি শিশু ফুসফুস সহ বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে জানান তারা।

পরে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে সড়ক প্রদক্ষিণ শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসে শেষ করে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park