85 বার পঠিত
নারীর প্রতি বিএনপি- জামায়াতের নৃশংস বর্বরতার প্রতিবাদে খাগড়াছড়িতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মানববন্ধন করা হয়। বুধবার (০৮ নভেম্বর)দুপুর ১২টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে নারীর প্রতি বিএনপি- জামায়াতের সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করে খাগড়াছড়ি জেলা শাখার মহিলা আওয়ামী লীগ।
খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার,মহিলা বিষযক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা।
এসময় মানববন্ধনে জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অন্তরা খীসা,জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাঁশরী মারমা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান সূচী, যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা’সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের বক্তারা বলেন, আগামী আসন্ন নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য এলাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করে উপহার দেব। এবং বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনে অগ্নিসংযোগ, জালাও পোড়াও সাধারণ মানুষের হয়রানি আমরা বরদাস্ত করবো না। তাদের ডাকা হরতাল ও অবরোধ আমরা মানি না মানবো না।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা শাখার মহিলা আওয়ামী লীগ ব্যানার নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা কার্যালয়ে গিয়ে শেষ করে।