107 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি> খাগড়াছড়িতে প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্ট অনুষ্ঠিত হয়।শুক্রবার (০৩ মে, ২০২৪ ইং) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সার্ভিক সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল এর আয়োজনে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্ট এর শুভ উদ্ভোদন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
এসময় খাগড়াছড়ির ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুই দিন ব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্ট এর আলোচনা সভায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর সাধারণ সম্পাদক দেবাশীষ নাথ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যোগাযোগ ও মিডিয়া উপদেষ্টা সাজ্জাদ হোসেন সহ বিদ্যালয়ের সমূহের প্রধান ও শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভায় বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের পুষ্টি যুক্ত খাবার গ্রহনের পরামর্শ দেন এবং কোন কোন খাবারে কি কি গুণ সেসব খাবারের ধারণা ও গ্রহনের পরামর্শ দেন।