60 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি> “শ্রমিক – মালিক গড়বো দেশ, স্মাট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে খাগড়াছড়িতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে খাগড়াছড়িতে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (০১ মে, ২০২৪ইং) সকাল ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ কবির সোহাগ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।