19 বার পঠিত
“হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় খাগড়াছড়ি জেলা শিল্প কলা একাডেমি সম্মেলন কক্ষে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি নাটাব এর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া’র সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা (আর.এম.ও.), খাগড়াছড়ি সদর মেডিকেল অফিসার ডা.মোঃ মনজুরুল হক, নাটাব প্রতিনিধি মোঃ হেলাল খন্দকার প্রত্যেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এক সময় আমরা শুনে ছিলাম “যক্ষা হলে রক্ষা নাই”। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যক্ষার মরণ ব্যাধি থেকে মানব জাতিকে রক্ষা করতে সক্ষম হচ্ছে। এক থেকে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি হলে যক্ষার প্রধান লক্ষন ধরতে হবে। এবং তা সাথে সাথে ডাক্তারের পরামর্শ মতে ঔষধ সেবন করলে যক্ষা থেকে রক্ষা পাওয়া সম্ভব জানিয়েছেন ডাক্তার’রা।