1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
খাগড়াছড়িতে দশমীর বিহিত পূজা শেষে দেবী দুর্গার বিসর্জন শুরু - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে দশমীর বিহিত পূজা শেষে দেবী দুর্গার বিসর্জন শুরু

ছোটন বিশ্বাস
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
বিহিত পূজা

 52 বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি> দশমীর বহিতি পূজা ও সিঁদুর খেলা শেষে দুপুর থকেে খাগড়াছড়ির চেঙ্গী নদীর ঘাটে শুরু হয়ছেে প্রতিমা বিসর্জন। ভারাক্রান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানাচ্ছনে ভক্ত অনুরাগীরা। এদিকে দেবী বিসর্জন উপলক্ষে ঘাটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।


খাগড়াছড়ি সদরের লক্ষ্মী-নারায়ণ মন্দির, গীতাআশ্রম মন্দির, আনন্দ নগর দুর্গা মন্দির ও খাগড়াপুর অখন্ডমন্ডলী মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরের ভক্তরা জানান, মায়রে বদিায় ক্ষণে মন যতই খারাপ হোক না কেন, সিঁদুর খেলার মাধ্যমে হাসিমুখে মাকে বিদায় জানাতে হচ্ছে।

প্রতিমা বিসর্জনে ঘাট প্রস্তুত, শুরু হয়েছে দশমীতে বিহিত পূজা, এবার খাগড়াছড়িতে ৬০ টি মণ্ডপে পূজা অনুষ্ঠতি হয়েছে। এছাড়া প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়ছেে চেঙ্গী নদীর ঘাট। এরই মধ্যে প্রস্তুত রাখা ঘাটে শুরু হয়ছেে প্রতিমা বিসর্জন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park