96 বার পঠিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার জানায় ,” গত বছরের ৫ ডিসেম্বর মাটিরাঙ্গা নতুন পাড়ার এক পাহাড় থেকে হৃদয় ত্রিপুরা নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করা হয়। এঘটনায় সনাতন পদ্ধতি এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী কামনী কুমার ত্রিপুরা গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামনী কুমার ত্রিপুরা হত্যার কথা স্বীকার করেন । “
পুলিশ সুপার আরো জানায় ,” গ্রেফতারকৃত আসামী কার্বারী হিসেবে বিভিন্ন সালিশ মীমাংসা করত। হৃদয় ত্রিপুরা তার সালিশের বিরোধীতা করত এতে কামিনী ত্রিপুরা ক্ষুদ্ধ হয়ে হৃদয় ত্রিপুরাকে হত্যা করে। “
গ্রেফতারকৃত কামনী কুমার ত্রিপুরা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেছে বলে জানায় পুলিশ ।