46 বার পঠিত
টলিউডের জনপ্রিয় অভিনেতা জিত। অভিনয় ক্যারিয়ারে বলা চলে সম্পূর্ণ সফলতার সঙ্গে কাজ করে গেছেন তিনি। আর তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল ঈদের দিন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘চেঙ্গিজ’ শিরোনামের সিনেমা। এটিই প্রথম বাংলা ছবি যা একইসঙ্গে হিন্দি এবং বাংলাতে মুক্তি পাবে। এই ছবির প্রচারে গিয়ে জিৎ মুখ খুললেন ক্যারিয়ারে তিনি কত প্রত্যাখ্যান সয়েছেন সেটা নিয়ে! জানা যায়, জিৎ মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর তাকে ‘বটবৃক্ষ’ ধারাবাহিকে দেখা যায়। ‘চান্দু’ নামে একটি তেলুগু ছবির মাধ্যমে তিনি বড়পর্দায় পা রাখেন। কিন্তু সেই ছবি বক্স অফিসে সুপার ফ্লপ করে।
এরপর তিনি আবার বাংলায় ফিরে যান। তার প্রথম বাংলা ছবি ‘সাথী’ দারুণ সাফল্য পায়। এরপর তিনি পর্যায়ক্রমে ‘আওয়ারা’, ‘বস’, ‘বচ্চন’, ‘গেম’ ইত্যাদি ছবি উপহার দেন। ‘সুলতান’, ‘দুই পৃথিবী’, ‘ফাইটার’, ‘অসুর’ ছবিগুলো দর্শকদের মন কাড়ে। জিৎ জানান, এই সফরটা তার কাছে মোটেই মসৃণ ছিল না। তিনি বলেন, আমার ক্যারিয়ারের শুরুতে আমি বহুবার প্রত্যাখ্যাত হয়েছি। আমায় একটি টিভি-শো থেকে বের করে দেওয়া হয়েছিল। ভালো করে কাজ করতে পারিনি বলে আমায় বের করে দেওয়া হয়নি। আমি ওই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারছিলাম না।
তাই আমি নিজেই সসম্মানে সেখান থেকে সরে যাই। তিনি আরও বলেন, আমি ভীষণ নার্ভাস ছিলাম ওই সময়। এরপর আমি একটা তেলুগু ছবি করি। কিন্তু সেটা তো আরও ভয়ানক ফল করে বক্স অফিসে। সুপার ফ্লপ করে যায় ছবিটি। আমি তখন নিজেকে নিয়ে সন্দিহান হয়ে পড়ি। ভাবতে থাকি আমি কি আদৌ সঠিক পেশায় আছি? আমার কি অভিনয় ছেড়ে দেওয়া উচিত? ওই সময় আমি যে কত বিনিদ্র রাত কাটিয়েছি সেটা ঈশ্বর জানেন। জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ ছবিতে তার সঙ্গে সুস্মিতা চট্টোপাধ্যায়, রোহিত রায়, শাতাফ ফিগারকে দেখা যাবে। আগামীতে তার ‘মানুষ’ ও ‘বুমেরাং’ ছবি দুটি মুক্তি পেতে চলেছে।