126 বার পঠিত
ইরাকের সাবেক মিলিশিয়া নেতা এবং ইসলামের তীব্র সমালোচক সালওয়ান মোমিকার মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। খবর ইন্ডিয়া টুডের।
বাকস্বাধীনতা এবং প্রকাশ্যে পবিত্র কোরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী সমালোচিত হয়েছিলেন মোমিকা। সম্প্রতি তিনি সুইডেন থেকে নরওয়েতে গিয়েছিলেন।
জন্মগতভাবে মোমিকা খ্রিস্টান ধর্মের অনুসারী। কিন্তু একটা সময় নিজেকে উদার নাস্তিক হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন।
২০২৩ সালের জুনে ঈদুল আজহায় সালওয়ান মোমিকা মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি অনুলিপিতে আগুন দিয়ে খবরের শিরোনামে আসেন। এরপর একাধিকবার তিনি এই কাজটি করেন।
মোমিকা ২০১৮ সালে ইরাক থেকে বেরিয়ে সুইডেনে গিয়ে আশ্রয় চেয়েছিলেন। ২০২১ সালে দেশটি তাকে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়।