231 বার পঠিত
কুবি প্রতিনিধি>কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) ফার্মেসী বিভাগের ৮(ভার্সিটি ১৫ তম) ও ৯ম ( ভার্সিটি ১৬তম) ব্যাচের এর পক্ষ থেকে ডিপার্টমেন্টের সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে পুরো ডিপার্টমেন্ট জুড়ে ইনডোর প্ল্যান্ট রোপণ করে গত ১৯ সেপ্টেম্বর। বিভাগের শোভাবর্ধনে ও বিভাগে উন্নয়নমূলক কাজ করবার প্রচেষ্টা থেকেই এই বৃক্ষরোপণের আয়োজন করে।
কিছুদিন আগে চড়ুইভাতিতে নেয়া পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ১৫ ব্যাচের তদারকিতে ছোটবড় সবাই একসাথে মিলে কাজ করে এই বৃক্ষরোপণ সম্পন্ন করে। এসময় দুই ব্যাচের শিক্ষার্থীসহ বিভাগের হেড অব দ্যা ডিপার্টমেন্ট ডঃ প্রদীপ দেবণাথ, লেকচারার কামরুল হাসান, সেইসাথে লেকচারার বিদ্যুৎ কুমার সরকার উপস্থিত ছিলেন।
ফার্মেসী বিভাগের হেড অব দ্যা ডিপার্টমেন্ট ডঃ প্রদীপ দেবণাথ বলেন ,” গাছ আমাদের পরম বন্ধু। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের গাছ লাগানোর প্রয়োজনীয়তা কারো অজানা নয়।ডিপার্টমেন্টে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এরকম এক্সট্রাকারিকুলার ভালো কাজগুলোও ভালো মানসিকতা গঠনে স্পিরিট হিসেবে কাজ করবে।তিনি আরো প্রত্যাশা রাখেন যে বিভাগের ৮ম ও ৯ম ব্যাচকে দেখে পরবর্তীতে আসা নতুন ব্যাচগুলোও যাতে ইন্সপায়ার্ড হয়।পরিশেষে ৮ম ও ৯ম ব্যাচকে ধন্যবাদ জানান।”
ফার্মেসী বিভাগের ৮ম ব্যাচে অধ্যয়নরত শিক্ষার্থী তানভীর আনজুম সাজন বলেন, “আমাদের উদ্যেশ্য ছিল এমন একটা লেগেসি তৈরি করা যেটা আমাদের ডিপার্টমেন্টের সর্বকনিষ্ঠ দু ব্যাচের মধ্যে সম্পর্ক ও ঐক্যবদ্ধতা যেমন বৃদ্ধি করবে একইভাবে নিজ ডিপার্টমেন্ট যেটা কিনা নিজের পরিবারেরই মতো সেটার জন্যও আমাদের জায়গা থেকে কিছু করা যা কিনা পরবর্তী ব্যাচদের জন্য একটা দৃষ্টান্তের মতো থেকে যাবে।সে থেকেই দু ব্যাচ মিলে ইনডোর প্লান্ট রোপণের উদ্যোগ নেয়া।”
ফার্মেসী বিভাগের ৯ম ব্যাচে অধ্যয়নরত শিক্ষার্থী আলি হাসান বলেন, “সিনিয়র ভাইদের সাথে মিলে ডিপার্টমেন্টের জন্য এতো সুন্দর একটি কাজ করতে পেরে আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ সামনেও আমরা আমাদের এই ভালো কাজগুলো বজায় রাখব।”