1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. jonehaidar42@gmail.com : Daynik DesherKotha : Daynik DesherKotha
কুড়িগ্রামে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম চুলয়াডাঙ্গায় হ*ত্যার দায়ে তিন জনের ফাঁসি চ্যাটজিপিটি ব্যবহার করে ঘরে বসেই আয় করুন লাখ টাকা! জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই এজাহার থেকে আসামীর নাম গায়েব,সোহাগের পরিবারের অভিযোগ এজাহার পাল্টেছে পুলিশ  উৎপাদন বাড়লেও ‘কূটনৈতিক ফাঁদে’ ধুঁকছে ইলিশ রপ্তানি আবারো গোপালগঞ্জে যাব, গ্রামে-উপজেলায় কর্মসূচি করব: নাহিদ ইসলাম শিকলে বাঁধা কুকুর’ — ইসরা*য়েলকে ঘিরে খামেনির বিস্ফোরক মন্তব্য, হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রকেও আমি ছেড়ে দিলাম, ইউনিভার্স দেখছে” — নুসরাত ফারিয়ার ভাবুক পোস্ট নারীদের হাসিতে পুরুষেরা পাগল হয় কেন? রক্ত দিলে কী হয় জানুন জীবন বাঁচানো এই মহান কাজের সুফল

কুড়িগ্রামে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

 138 বার পঠিত

কুড়িগ্রাম রেল ষ্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোঃ আব্দুস সালাম ও সহকারী পরিবহন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম মানিকের অপসারণ এবং অনৈতিক কর্মকান্ডের তদন্ত দাবি করেছে। 

 ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম খলিলগঞ্জ রেলওয়ে ষ্টেশনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে রেল-নৌ যোগাগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি ও উপস্থিত যাত্রীরা। তারা রংপুরগামী চিলমারী কমিউটার ট্রেনটি আটকে দিয়ে  বিক্ষোভ করেন। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, ’দীর্ঘদিন ধরে চিলমারী কমিউটার ট্রেনটি  জীর্ণ অকেজো অবস্থায় রয়েছে , ট্রেনটির বগীতে অনেক সিট নেই, বাতি ও ফ্যানগুলো অকেজো। এ বিষয়গুলো বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাকে বার বার জানালেও সমস্যার সমাধান করছে না। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে ডিসি,ইউএনও এর ফোন রিসিভ করেন না। সাধারন জনগন তার সাথে দেখা করতে পারেন না। আমরা তার এবং সহকারী পরিবহন কর্মকর্তান অপসারণ চাই। সেই সাথে তাদের অনৈতিক কর্মকান্ডের তদন্ত দাবি করছি। 

খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিলন মিয়া অভিযোগ করে বলেন, ’বিভাগীয় রেল কর্মকর্তা বাস মালিক সমিতির কাছ থেকে ১৫% কমিশন নেন। তিনি কুড়িগ্রামের ট্রেনগুলোকে সিডিউল বিপর্যয় রোধে কোন কার্যকরি পদক্ষেপ নেন নি। বার বার বলার পর আমাদের উপেক্ষা করেছেন। আমরা তার অপসারণ দাবি করছি।’

বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গন কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, ’দীর্ঘদিন ধরে রাজারহাট-তিস্তা রুটের ১০ ফিট প্রস্থের ১টা কার্লভাট সেটি জোড়া-তালি দিয়ে চলছে। একাধিকবার সংস্কারের করতে বলা হলেও তিনি উদ্যোগ নেননি। ঢাকাগামী ট্রেনটি রাজারহাটে স্টপেজ দিতে বলা হচ্ছে তা করেননি। অবহেলিত এ জেলায় লোকাল ট্রেনটি দীর্ঘদিন বন্ধ সেটি চালু করছেন না। আমরা তার দ্রুত অপসারণ চাই ,তার অপকর্মের তদন্ত দাবি করছি। পরে কর্মসূচি শেষে বিক্ষোভকারী একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park