1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
কিশোরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৪ব্যাচের পুনর্মিলনীতে প্রাণের ছোঁয়া - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন

কিশোরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৪ব্যাচের পুনর্মিলনীতে প্রাণের ছোঁয়া

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

 138 বার পঠিত

“যেতায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে “এ শ্লোগানে নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৪ব্যাচের পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে  শনিবার (১১নভেম্বর)প্রাক্তন শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভা যাত্রা,আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।শোভা যাত্রাটি কিশোরীগঞ্জ কেজি স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থান এসে আলোচনা সভা  ও মধ্যাহ্ন ভোজে মিলিত হন।

এ প্রাণের ছোঁয়া পুনর্মিলনীতে দেখা যায়,ভাঙা চোয়াল আর লিকলিক শরীরের সহপাঠীরা এখন মুটিয়ে গেছে। চুলে কম-বেশি পাক ধরেছে সবারই।মাথাভর্তি চুলও ঝরে গেছে কারো।পেশাজীবী হয়ে পড়া অনেকের সঙ্গে দেখাও হয়নি গত ৪ যুগেরও বেশি সময় ধরে।কৈশোরের অবারিত দুরন্তপনার যাদের সঙ্গে কেটেছে সারা দিন।তারা এখন নিজ নিজ সংসার নিয়ে পুরোদস্তুর।আজ এমন মহামিলনের ক্ষনে পুরোনো সখাদের  নতুন করে দেখায় আবারও যেন তারা কৈশোরের অবারিত দুরন্তপনা ফিরে পায়।পুরোনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা।

হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়।পারিবারিক খোঁজ খবর আর খোশ গল্পে কেটে যায় সারা বেলা।এতে বরেণ্য অতিথি ছিলেন,ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষাগুরু  আলহাজ্ব সহির উদ্দিন,বিশেষ বরেণ্য অতিথি ছিলেন, প্রধান শিক্ষক গোলাম আজম।এসময় তাদেরকে  ফুলের শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।আরো উপস্থিত ছিলেন,সাবেক সহকারি সাব রেজিষ্ট্রার অফিসার আব্দুল মান্নান,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এসএম আনোয়ারুল ইসলাম,আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলীসহ ৪০জন সহপাঠী প্রমূখ।পরিশেষে হারিয়ে যাওয়া ২৮ জন সহপাঠীকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park