152 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে প্রকাশ্য জুয়া খেলার দায়ে ৬ জুয়াড়িকে ১ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৮মে)বিকেলে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমান বিচারিক আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী।ওই দিন রাতেই দণ্ডিতদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।থানা পুলিশ জানায়,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান পাড়ার শ্মশান এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,উত্তর পুষনা কাচারি পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৯),উত্তর পুষনা মাছুয়া পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে ইঞ্জু মিয়া (৩৫),একই গ্রামের মৃত্যু নুর হোসেনের ছেলে ময়জাল হোসেন (৫০),সাদেকুল ইসলামের ছেলে হেদায়েদ উল্লাহ (১৯),উত্তর পুষনা দর্জি পাড়া গ্রামের মৃত্যু কাওসার আলীর ছেলে শওকত আলী (৪৫), দক্ষিণ রাজীব কাচারি পাড়া গ্রামের মৃত্যু জবান উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৫৫।
এসময় ৫ হাজার ৪৫০টাকা জব্দ করা হয়।পরে অভিযুক্তদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেকে নিজের দোষ স্বীকার করায় এ দন্ডাদেশ প্রদান করা হয়।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী বলেন,জুয়া আইনে প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।