128 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে দারিদ্র মুক্ত শিশু পরিবার গঠন,স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পুরণে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানোসহ শিশু সুরক্ষা ও শিশু নেতৃত্বের বিকাশ ঘটিয়ে শিশু বান্ধব সমাজ গঠনের নির্মিত্বে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সাসটেনএ্যাবিলিটি এন্ড ট্রানজিশন বিষয়ক ৬দিনের ওয়ার্কশপ (কর্মশালা)অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গত ১১থেকে১৬ফেব্রুয়ারি এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।এতে সুচিন্তিত মতামত প্রদান করেন,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,থানা কর্মকর্তা,শিশু সুরক্ষা অফিসার কৃষি কর্মকর্তা,প্রাণী সম্পদ কর্মকর্তা,কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি,ইউপি চেয়ারম্যান প্রমুখ।
জানা যায়,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০১১সাল থেকে উপজেলার ৪টি ইউপির কর্ম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর হতদরিদ্র শিশু পরিবারের জীবন-মানন্নোয়ন,শিক্ষা,স্বাস্থ্য ও পুষ্টি,স্পনসরসিভ টেকনিক্যাল প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে কাজ করছে।প্রতি বছর এসব পরিকল্পনার অগ্রগতি পরিমাপ ও পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী বছরের কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এরই ধারাবাহিকতায় চলতি বছর এ ওয়ার্কশপে গ্রাম উন্নয়ন কমিটি,শিশু ফোরাম,যুব ফোরাম,ইউপি সদস্য,ধর্মীয় নেতা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের গ্রুপ ভিত্তিক দলীয় মতামতের ভিত্তিতে ইতিমধ্যে পরিবারগুলোর শতকরা ৬০ ভাগ দারিদ্রতা কমে জীবনমান বৃদ্ধি পেয়েছে।জীবনমান আরো বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য কর্ম পরিকল্পনা হিসেবে পরিবারগুলোর জীবন-মানন্নোয়ন,স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে শিশু সুরক্ষা ও শিশু নেতৃত্বের বিকাশসহ তিনটি বিষয়ে অংশীদারিত্বের ভিত্তিতে স্বপ্ন তৈরী করা হয়।যা ২০২৬ সালের মধ্য কর্ম এলাকার যুবক-যুবতী ও দরিদ্র -হত দরিদ্র পরিবারের দক্ষতা ও পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে শতকরা ২০ভাগ দারিদ্রতা কমিয়ে আনা,স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে শিশু সুরক্ষা ও শিশু নেতৃত্বের বিকাশের পরিকল্পনা করা হয়।
যা পরবর্তীতে বর্ণিত কার্যক্রমগুলো ২০২৬ সালে সংস্থাটির পরিসমাপ্তি কালে এর সাথে জড়িত সংগঠনগুলো অংশীদারিত্বে ভিত্তিতে যৌথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে টেকসই ও দীর্ঘমেয়াদী করতে নিজেদের উন্নয়ন নিজেরাই পরিচালনা করবে।যা এই ওয়ার্কশপের মাধ্যমে তা বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্য।এ সময় উপস্থিত ছিলেন,ওয়াল্ড ভিশন বাংলাদেশের ঢাকা ন্যাশনাল অফিসের কর্মকর্তা,প্লেন ল্যান্ড ক্লাস্টার কর্মকর্তা,এরিয়া ক্লাসটার অফিসের কর্মকর্তা ও বিভিন্ন এপির স্টাফ বৃন্দ প্রমুখ।