343 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে সালমা বেগম (৫৫) নামে এক বিধবার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই বিধবা কিশোরগঞ্জ সদরের পেট্রোলপাম্প সংলগ্ন এলাকার মৃত আব্দুল হাই এর স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, ঘুমন্ত অবস্থায় শুক্রবার রাত আড়াইটায় তার ডান হাতে বিষধর সাপ কামড় দেয়। সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।