49 বার পঠিত
(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে এডিসিকে বহনকারী জীপ গাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল ইসলাম (৩৫) নামে এক মোয়াজ্জেমের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বড়ভিটা বাজারের রাজুর পানের আড়তের সামনে ডালিয়া-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম উত্তর বড়ভিটা দলবাড়ী গ্রাামের মৃত্য্যু জমসের আলীর ছেলে ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,নিহত নাজমুল সকালে বড়ভিটা ফয়সাল ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে রাজুর পানের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ওই জেলার এডিসি (শিক্ষা)সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে বহনকারী একটি জীপগাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।