155 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাষ্ট্যান্ডের ঢাকা কাউন্টার সংলগ্ন বাঁশঝাড় থেকে শ্রমিক নেতাসহ ৫ জুয়ারীকে আটক করে বুধবার সকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউলের নেতৃত্বে এক দল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন মাগুড়া বানিয়া পাড়া গ্রামের মৃত মেনাজ উদ্দিন (ভোল্টং) এর পুত্র মাগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, মাগুড়া কাজী পাড়া গ্রামের আব্দুল আজিজ (ভুলু) মামুদের পুত্র ভ্যান চালক মোর্শেদ আলী, মাগুড়া মিয়া পাড়া গ্রামের বক্কর কসাইয়ের ছেলে মিঠুল, মাগুড়া খামাত পাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে বাদশা মিয়া,মাগুড়া মিয়া পাড়া গ্রামের সেলুন ব্যবসায়ী মৃত আলাউদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুছ। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।