60 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।আর শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রধান বাধা বাল্যবিবাহ,যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা।
এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।এ লক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে শিশু নেতৃত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে জনসচেতনতা মূলক নাটিকা মঞ্চস্থ করা হয়েছে।গত বৃহস্পতিবার(২৫ এপ্রিল)সকালে নিতাই শিশু ও যুব ফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায়,পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এ নাটিকা মঞ্চস্থ করা হয়।এ নাটিকায় শিশু ও যুব ফোরামের সদস্যরা অংশ নেয়।নি
তাই চেয়ারম্যান পাড়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,এপি’র প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রশ,পানিয়াল পুকুর পূর্ব ফরুয়া পাড়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আজিজুল ইসলাম,গ্রাম উন্নয়ন কমিটির জয়িতা আছমা খাতুন ও শিশুর অবিভাবকসহ ২শতাধিক ব্যাক্তিবর্গ প্রমুখ।এসময় বক্তাগণ বলেন,বাল্যবিবাহ,নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।অপরাপর এ নাটিকায় সহিংসতা রোধে শিশু নেতৃত্বে বলিষ্ট ভূমিকা ও শিশুর প্রতি সহিংসতার কুফল তুলে ধরা হয়।এ থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে অবিভাবকগন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।