247 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে রাস্তা পারাপারের সময় আহত মনিজা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ বাজেডুমরিয়া গ্রামের ভাঙ্গিপাড়া গ্রামের ফজলারের স্ত্রী।নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধায় প্রতিবেশি কাল্টুর স্ত্রীর প্রসব বেদনা উঠলে নিহত গৃহবধূ তাকে হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল মোড়ে রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কা দিলে মনিজা গুরুত্বর আহত হয়।
অন্তসত্ত্বার ছেলে সন্তান প্রসবের পর আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।