কিশোরগঞ্জ প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দার রহমান লুলু (৬৫)নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৩টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার পুটিমারী কালিকাপুর মন্থনা গ্রামের মৃত্যু খোকা মামুদের ছেলে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়,মঙ্গলবার বিকেলে লুলু উপজেলার শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সামনে থেকে মেইন বাজার আসার উদ্দেশ্যে চার্জার অটো ধরার জন্য রাস্তা পার হয়।
এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। এসময় পাকা রাস্তা পড়ে মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।