132 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি> নীলফামারীর কিশোরগঞ্জে মক্তব ছাত্রীকে অপহরণ করায় মসজিদের এক ইমামকে এলাকাবাসি আটক করেছেন।
শনিবার সকালে অপহৃতা ছাত্রীসহ তাকে রংপুর থেকে আটক করা হয়। আটককৃত ইমাম শাইখ মোহাম্মাদ হাবিবুল্লাহ বিন বাহার (৩৫) জলঢাকার শৌলমারী মুন্সিপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এলাকাবাসি জানায়, মাগুড়া মুন্সিপাড়া জামে মসজিদের ওই ইমাম সকালে মসজিদের বারান্দায় মক্তব পড়ান। এম আলী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রী সেখানে মক্তব পড়েন। বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার বাবা থানায় জিডি করেন। পরে জানতে পান মসজিদের ইমাম তার মেয়েকে অপহরণ করে ঢাকায় নিয়ে গেছেন।
সেখান থেকে রংপুরে আসলে কৌশলে অপহৃত ছাত্রীসহ তাকে আটক করেন। ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাকে উত্তম-মাধ্যম করার পর সাবেক চেয়ারম্যানের গোডাউনে আটকে রাখেন।
মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব জানান, এ ব্যাপারে তার (শৌলমারী) ইউনিয়নের চেয়ারম্যান আসতেছে। মেয়ে পক্ষ কোন প্রকার অভিযোগ না করায় ওই ইউপি চেয়ারম্যানের জিম্মায় তার লিখিত মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ে পক্ষ অভিযোগ না করায় থানা বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, মেয়েকে পাওয়ায় তার বাবা জিডি প্রত্যাহার করে নিচ্ছে।