45 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী মাগুড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শনিবার দিনব্যাপি পালিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
সভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট আব্দুল মালেক, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মোশারফ হোসেন, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াছ হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমূখ।