263 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলিরঘাট ষ্টিলের বেইলি ব্রিজের পাটাতন খুলে নিয়ে যাওয়ার সময় দ্ইু ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে কিশোরগঞ্জ হতে তারাগঞ্জ সড়কের বাহাগিলিরঘাট বেইলি ব্রিজের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, দক্ষিণ বাহাগিলি বৈরাগীপাড়া গ্রামের মৃত বৈকণ্ঠ মোহন্তের ছেলে কেশব মোহন্ত ও একই এলাকার সরদারপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আলতানুর রহমান।
থানা সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চোর চক্র বেইলি ব্রিজের ষ্টিলের পাটাতন খুলে রিকশা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। টহল পুলিশের দল ৩০০ কেজি ওজনের দুটি পাটাতনসহ ওই ২ ব্যক্তিকে আটক করেন। এসময় চোর চক্রের ৬জন সদস্য পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা ও আসামিদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।