256 বার পঠিত
“এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই,সকলেই মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ(১৮-২৪ নভেম্বর )২০২৩ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আল মামুন এর সভাপতিত্বে এসময় এন্টিবায়োটিকের অবাধ ব্যবহার প্রতিরোধ,সচেতনতা বৃদ্ধিসহ এর ক্ষতিকারক দিক তুলে ধরে বক্তব্য দেন,মেডিকেল অফিসার মেহেদি হাসান নোবেল,জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ মাহফুজা আকতার,জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাঃ রেজাউল করিম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এবি এম তানজিমুল হক মিল্লাত,উপজেলা প্রানিসম্পদ অফিসার নুরল আজীজ,কৃষি অফিসার লোকমান আলম,মৎস্য অফিসার মোখারম হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমীন শাহ্,প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,উপজেলা ড্রাগ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল আলম স্বপন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সসহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন।পরিশেষে বক্তাগন এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে মাঠ পর্যায়ে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।উল্লেখ্য যে,ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানব জাতির প্রধান অস্ত্র এন্টিবায়োটিক।
কিন্ত অতিরিক্ত,অপর্যাপ্তভাবে এ ওষুধ সেবনের ফলে মানুষের শরীরে এন্টিবায়েটিক জীবানু উদ্ভোব হচ্ছে। এই জীবানু মরণঘাতি হয়ে উঠতে পারে মানুষের জন্য বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।এরপ্রেক্ষিতে সাধারণ মানুষ,স্বাস্থ্যকর্মী ও নীতি নির্ধারকদের মধ্যে এন্টিবায়েটিক প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিপিএম, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টান্স কনটেইনমেন্ট,ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা,সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর এ সপ্তাহের আয়োজন করেন।