178 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পর্শে হামিদুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধ ওই গ্রামের জাহাদিক হোসেনের ছেলে। এসময় আহত তার চাচাতো ভাই মকছুদার রহমান (৫৫) রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসি জানান, রাতের ঝড়ে তার বাড়ির বিদ্যুতের সংযোগ তার ছিড়ে যায়। সকালে সেই তার সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মকছুদার রহমান আহত হন। পরে তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদুলকে মৃত ঘোষণা করেন এবং মকছুদারকে রংপুরে রেফার করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।