50 বার পঠিত
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ“ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী”এ স্লোগানে উজ্জীবিত হয়ে নীলফামারীর কিশোরগঞ্জে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে বাহাগিলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়ানখাল স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,বিশেষ অতিথির বক্তব্য দেন,কেন্দ্রীয় বিএনপির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না,সৈয়দপুর রাজনেতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ এসএম ওবায়দুর রহমান,সাধারণ সম্পাদক শাহিন আকতার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন,সাধারণ সম্পাদক একে এম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।এতে আরো বক্তব্য দেন,উপজেলা যুব দলের আহবায়ক মাহমুদুল হক টিপু,সদস্য সচিব আব্দুস ছালাম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান,সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম মোর্শেদ,ছাত্র দলের আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রাঃ রাসেল প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন,চরম স্বৈরশাসক শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে আয়নাঘর(গোপন বন্দী শালা)খুন,গুম,হত্যা,গণহত্যা ও রাজপথ রক্তে রঞ্জিত করে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখে ছিল।
৫ই আগস্ট অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে রাষ্ট্রের পিছন দরজা দিয়ে পালিয়ে যায়।এতে বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে।যা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার কথা জানান।পাশাপাশি এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।