107 বার পঠিত
“আমার গ্ৰাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” এ স্লোগানকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনের লক্ষে প্রচারাভিযান অনুষ্ঠান করা হয়।
গত মঙ্গলবার (৫ মার্চ)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় রনচন্ডি ইউপির সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রচারাভিযান সভা ও বাল্যবিবাহের উপর গণ নাটক অনুষ্ঠিত হয়।এতে ওই কমিউনিটির ৫শতাধিক কিশোরীর মা অবিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এসময় মা অবিভাবক ও শিক্ষার্থীদের বাল্যবিবাহের করুন পরিনতি,বাল্যবিবাহ রোধ,জনসচেতনতা ও মেয়েদের স্বাস্থ্য,শিক্ষার ওপর গুরুত্বারোপ তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,সোনা কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জুমান আরা বেগম,এপি ম্যানেজার পিকিং চ্যাম্বুগং,জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন,সোনাকুড়ি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।