103 বার পঠিত
–কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনধিঃ“ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধন,আলেচনা সভা,সফল মৎস্য চাষী /উদ্যোক্তাকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ইউএনও এমএম আশিক রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-০৪আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ)মাহুবুবর রহমান,ভাইস চেয়ারম্যান (মহিলা)স্বপ্না খাতুন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা ও মৎস্যজীবি প্রমুখ।এসময় উপস্থিত ব্যাক্তিবর্গ মৎস্য খাতের উল্লেখযোগ্য সাফল্যে তুলে ব্যক্তব্য দেন।সভা শেষে সংসদ সদস্যসহ ৪ জনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।