55 বার পঠিত
সুস্থ,মেধাবী জাতি গঠনে ও আমিষের চাহিদা পুরণে নীলফামারীর কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আশ্রয়ণ বাসিন্দার শিশু শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম খাওয়ানোর উৎসব পালন করা হয়েছে।
সোমবার (২২এপ্রিল)দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে,প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর সহযোগীতায়,বাহাগিলী ইউপির সন্ন্যাসী পাড়া গ্রামের আশ্রণ বাসিন্দার ৩শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে এ ডিম খাওয়ানোর উৎসব পালন করা হয়।
ইউএনও এমএম আশিক রেজার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল আজীজ,প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃনাহিদ সুলতানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।উৎসবে ইউএনও এমএম আশিক রেজা তার বক্তব্যে বলেন,প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আশ্রয়ন বাসিন্দার শিশু শিক্ষার্থীদের মাঝে ডিম খাওয়ানো একটি ব্যতিক্রমী উদ্যোগ। ডিম প্রাণিজ ও আমীষ জাতীয় খাদ্য।যা শিশুদের পুষ্টির চাহিদা পূরণসহ মেধা ও শারিরিক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।