76 বার পঠিত
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কিছু অসাধু চক্র, স্বার্থান্বেষী মহল,নিজ স্বার্থ হাসিল ও অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চরিতার্থে কতিপয় বিপদগামী ও বখাটে শিক্ষার্থীর সমন্বয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের অনৈতিকভাবে অপসারণ,সহকারি শিক্ষকগণের অপদস্থ ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের,শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন,কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম দেলোয়ার হোসেন দুলাল,নিতাই ডাঙ্গা পাড়া মাহবুবিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল,গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,মুশরুত পানিয়াল পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন,উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ কতৃপক্ষের যথাযথ তত্ত্বাবধায়নে অত্যন্ত সুনামের সহিত পাঠদানসহ সার্বিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।দেশের ক্রান্তিলগ্নে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী,ফ্যাসীবাদী সরকারের পতন ঘটলে,অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যখন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন দপ্তর সংস্কারসহ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
ঠিক তখনেই স্বৈরাচারী সরকারের কিছু প্রেতাত্মা পরাজয় মেনে নিতে না পেরে এবং পদ বঞ্চিত হওয়ায়, বিপদগামী কিছু বখাটে শিক্ষার্থীদের পুঁজি করে বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক,প্রতিষ্ঠান প্রধানকে লাঞ্ছিত ও হেনস্তা করে এবং প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করতে বাধ্য করার মধ্য দিয়ে শিক্ষাঙ্গণ তথা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে।যাহা নীতি নৈতিকতা বিরোধী ও অমানবিক।
এ অবস্থায় আইন শৃংঙ্খলা বাহিনীর তদারকির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।তারা আরো হুশিয়ারী করে বলেন,এ অবস্থা চলতে থাকলে আগামীতে পাঠদান বিরতিসহ দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।