কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রিকশা ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বৃহস্পতিবার রাতে শাহিন হাসান (২) নামে এক শিশুর ও বুধবার সকালে বিদ্যুৎস্পষ্টে আলামিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়,উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি পূর্বপাড়া গ্রামের রতন ইসলামে ছেলে শাহিন হাসান তার মায়ের সঙ্গে নানার বাড়ি কালিকাপুর মিস্ত্রি পাড়ায় যায়।
বৃহস্পতিবার বিকালে নাতিকে সঙ্গে নিয়ে তার নানি বাড়ির পাশে পাকা রাস্তায় ধান শুকায়।এসময় শিশুটি চার্জার রিকশাভ্যানের চাকায় পিষ্ট হয়।
এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থা ওই দিন রাতে তার মৃত্যু হয়।এদিকে অটোচার্জার রিকশায় চার্জ দেয়ার সময় বড়ভিটা ইউনিয়নের পাইকারটারী ডাঙ্গাপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে আলামিন নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে ওই যুবককে রংপুর মেডিকেল নেওয়ার পথে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।