124 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার সকালে চাঁদখানা ইউনিয়নের দর্জিপাড়া গ্রামে পুকুরে ডুবে মুয়িদ হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটি সদর ইউনিয়নের মুসা পাকার মাথা গ্রামের লাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, খেলতে গিয়ে মুয়িদ ও তাজুর ছেলে ফুয়াদ (৩) বাড়ির পাশের পুকুরে পড়ে য়ায়। পরে মুয়িদের মা মনি আক্তার দুই শিশুকে পুকুরের পানি থেকে উঠায়। ঘটনাস্থলেই মুয়িদের মৃত্যু হলে স্থানীয়রা গুরুত্বর অসুস্থ ফুয়াদকে রংপুর মেডিকেলে ভর্তি করে দেয়। উল্লেখ্য, মায়ের সঙ্গে বেড়াতে মুয়িদ তার নানার বাড়ি চাঁদখানার দর্জিপাড়ায় গেলে সেখানে এ দুর্ঘটনার শিকার হয়। চাঁদখানা ইউপি’র ওই ওয়ার্ডের সদস্য হাসানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।