86 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি> আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীগণ নৌকা মার্কার প্রার্থীর দাবিতে কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ যৌথ মতবিনিময় সভার আয়োজন করেন। শুক্রবার বিকালে বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম, সাংস্কৃতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোশারফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিািটর সদস্য ও সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী আমেনা কহিনুর, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক শাহ্ধসঢ়; মোঃ আবুল কালাম বারী পাইলট। গত দুইটি জাতীয় নির্বাচনে এই আসনে মহাজোটের কারণে আওয়ামীলীগের প্রার্থী না থাকায় বক্তাগণ এবারে নৌকার প্রর্থীর দাবিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করেন।