65 বার পঠিত
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় শিশু নির্যাতন মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অভিযোগ/ পরামর্শ কমিটির নিয়মিত মাসিক মিটিং বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮আগস্ট)সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন,রিপোর্ট এন্ড রেস্পন্স মেকানিজম কমিটির সদস্য। কিশোরগঞ্জ এপি’র, প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারীর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে,এ সময় বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্, কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাসসহ মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ।
এসময় সরকারি পরিপত্র অনুযায়ী শিশু সুরক্ষা,বাল্যবিবাহ প্রতিরোধ,জীবন দক্ষতামূলক সেশন সম্পর্কিত পর্যালোচনা করা হয়।