368 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে নববধূর বুকসহ স্পর্শকাতর স্থানে মলম লাগার অভিযোগে ছাইয়াদার রহমান নামে এক স্বাস্থ্যকর্মীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। রোববার বিকালে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ি বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকে ঘটনাটি ঘটে। অভিযুক্ত ছাইয়াদার ওই ক্লিনিকের কমিউনিটি হেলর্থ প্রভাইডার (সিএসসিপি) পদে কর্মরত।
জানা যায়, জ¦র, কাশি ও বুকে ব্যথা হওয়ায় শ^শুড়িকে সঙ্গে নিয়ে এক নববধূ (বর্ণা রায়) ক্লিনিকে যায়। অন্যান্য রোগীকে বিদায়ের পর স্বাস্থ্যকর্মী ছাইয়াদার তাকে কক্ষে ঢুকায়। কৌশলে তার শ^শুড়িকে কক্ষ থেকে বের করে দেন। পরে তিনি নববধূর ব্লাউজ খুলে বুকসহ স্পর্শকাতর স্থানে মলম মালিশ করেন। অনেক সময় থাকার কারণ তার শ^াশুড়ি জানতে চাইলে ঘটনা প্রকাশ পায়। পরে ওই নববধূর স্বামী ও স্থানীয়রা এসে ছাইয়াদারকে আটক করে পুলিশে দেয়।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।