34 বার পঠিত
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম ও অফিস সহকারি রাশেনুরজামানের নানা অনিয়ম- দূর্নীতির বিচার ও পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও অনশন কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচিতে বক্তব্য দেন,ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাইয়ম,জাহারুল ও নবম শ্রেণীর সাহিদ ইসলাম প্রমুখ।
এসময় তারা এক দফা দাবি তুলে প্রধান শিক্ষক ও অফিস সহকারির বিচারসহ অতিদ্রুত পদত্যাগ দাবি করেন।তা বাস্তবায়ন না হলে এ আন্দোলন অব্যাহত থাকার কথা জানান।তারা আরো বলেন,আমরা তাদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে গত ২সেপ্টেম্বর প্রধান শিক্ষককের হুকুমে অফিস সহকারি রাশেনুরজামান ও তার ভাই আমাদের তিন সহপাটি (ছাত্র)কে বেধড়ক মারপিট করেন।আমরা এর বিচার দাবি করছি।