169 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় আয়মনা খাতুন নামে (৬০) এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। অবিলের বাজার হতে টটুয়ারডাঙ্গা সড়কের মেলাবর বালাপাড়া গ্রামে সোমবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত বৃদ্ধা রণচন্ডী ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মৃত সমছের আলীর স্ত্রী ও উপজেলা ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের তালিকাভুক্ত ভিক্ষুক। স্থানীয়রা জানান, সড়কটির পাকা করণের কাজ চলছে। ইটবাহী ট্রলির সঙ্গে কোন হেলপার ছিলেন না। ওই বৃদ্ধা সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন।
ইট ফেলার জন্য চালক ট্রলিটি পেছনে ঘুরাতে বৃদ্ধাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হলে পুলিশ লাশ নিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।