কিশোরগঞ্জে প্রতিনিধি>গ্রাম বাংলার গরু চরানো দৃশ্য হারিয়ে যাচ্ছে। একসময় নীলফামারীর কিশোরগঞ্জে কৃষকের ঘরে ঘরে গোয়াল ভরা গরু ছিল।
ছিল মাঠ ভরা গরুর পাল।রোজ দিন গ্রামে গ্রামে চারণ ভূমিসহ জমির সীমানা (আইলে) রাখালের গরু চরানোর দৃশ্য হরহামেশাই চোখে পড়ত।
আর সকালে বের হয়ে বিকেল পর্যন্ত গরু চরানোর কাজ করত তারা।তাদের হাতে থাকত গরু শাসনের পাঁছনি লাঠি।ওই লাঠি দিয়েই গরুদের নিয়ন্ত্রণ করত।এখন কলের লাঙ্গল আসায় গরু দিয়ে হালচাষ থেকে শুরু করে চারণভূমি না থাকায় সবকিছুই বিলীন হতে চলেছে।
এমন গ্রামীণ গরু চরানোর দৃশ্য চোখে পড়া ভার। এতে রাখালি পেশাও হারিয়ে গেছে। শনিবার রোদেলা দুপুরে ছবিটি চিত্র ধারণ করা হয় কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাঁখানা নগরবন কোদাল ধোয়া সড়ক থেকে।
এ সময় গরুর মালিক প্রদীপ জানায়,অতি বন্যায় গো-খাদ্যর সংকট দেখা দিয়েছে।তাই সড়কের ধারে গরু চড়াচ্ছেন।