49 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে রাস্তার ধারে গর্তে গোবর রাখায় ভূমিহীন
আরফিনা বেগম নামে এক গৃহবধূকে বেদম মারধরের অভিযোগ উঠেছে।
রোববার সকালে উত্তর চাঁদখানা নগরবন্দ গ্রামের এঘটনায় ওই গৃহবধূর
স্বামী বাদি হয়ে প্রতিবেশী মানিকসহ ১১ জনের বিরুদ্ধে থানায়
অভিযোগ করেছেন।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল কাদের জানান, দেড় শতক জমির ওপর
বাড়ি। এছাড়া তাদের কোন জমি নেই। রাস্তার ধারে গর্ত করে রোববার
তার স্ত্রী গোবর রাখতে যায়। এসময় প্রতিবেশী মানিক ও তার লোকজন
তার স্ত্রীকে মেদম মারধর করেন। আহত অবস্থায় স্থানীয়রা তার স্ত্রীকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে দেন। পরে তিনি এসে তার স্ত্রীর জন্য
মেডিকেল মোড়ে ঔষধ ক্রয় করতে যান। সেখানে মানিকের শাশুর বাড়ির
লোকজন তাকেও মারপিট করেলে তার চোখসহ গুরুত্বর আহত হয়।
এব্যাপারে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি। কিশোরগঞ্জ থানার এসআই ও
চাঁদখানা ইউনিয়ন বিট অফিসার ভীষ্ম কুমার রায় জানান, থানার
বাইরে আছি। ওই ঘটনাটি শুনেছি। এখনো অভিযোগের কপি হাতে
পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।