71 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে কোভিড-১৯নমুনা সংগ্রহ সেন্টারের বাউন্ডারি ওয়াল, টিনশেড ও বসার স্থান নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ,সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দি গ্রেনেড বাবু,এপি ম্যানেজার পিকিং চাম্বুগং,স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রদান ও গ্রহণকারী ও সিএইচসিপি প্রমুখ।পাশাপাশি পুটিমারী খলান কমিউনিটি ক্লিনিক ও পানিয়াল পুকুর কাচারির হাট কমিউনিটি ক্লিনিকের মানসম্মত চিকিৎসা সেবার পরিবেশ আনায়নে অবকাঠামো নির্মাণ,সংস্কার,রং করন,পয়ঃনিষ্কাশন ও নিরাপদ পানীয় জলের সু-ব্যবস্থা কাজের উদ্বোধন করা হয়।
এ সময় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।