101 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৮শতাধিক এতিম শিশু শিক্ষার্থী ও আলেমদের নিয়ে উন্নত মানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল)বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আমেনা কোহিনুরের আয়োজনে উত্তর দুরাকুটি কারবালার দাঙ্গা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও গদা কেরামতিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাতী রানী রায়,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এছরারুল হক,ছাত্রলীগ সভাপতি মাইনুল আরেফিন সপু,বাহাগিলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ইউপি সদস্য স্বপন প্রমুখ।এসময় আমেনা কোহিনুর বলেন,বৈশ্বিক মন্দা চলছে। যুদ্ধ বিগ্রহের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তারপরও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ভালোই চালাচ্ছেন।তিনি ইফতার পার্টির কালচার পরিবর্তন করে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল করার নির্দেশ দেন। এ নির্দেশ বাস্তবায়নে রমজানের এটাই প্রথম। বিশেষ করে নিজে ও সন্তানদের ভালো রাখার জন্য উৎপাদন বাড়াতে হবে। যাতে এক ইঞ্চি জমিও পড়ে না থাকে।