32 বার পঠিত
নীলফামারী প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে ভেজাল রাসায়নিক সার ও কীটনাশক উৎপাদনের দায়ে টিডি এগ্রো কেমিক্যাল কারখানা সিলগালাসহ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় বিভিন্ন প্রকারের ১০বস্তা সার জব্দ করা হয়।মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি)সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়নের মেলাবর এলাকায় অবস্থিত ওই অবৈধ কারখানায় অভিযান চালিয়ে সিলগালা ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুর-ই- আলম সিদ্দিকী।এ অভিযানের নেতৃত্বে দেন,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি গ্রামের মৃত্যু সুধীর চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওই এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভেজাল বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক উৎপাদন ও বিপণন করছিল।এসময় নিবন্ধনবিহীন ও নিয়মবহির্ভূতভাবে ভেজাল সার উৎপাদন,পরীক্ষাগার না থাকায় প্রতিষ্ঠান মালিকের ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় ও কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।