152 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে কয়েলের আগুনে নুরবক্ত ওরফে লাল মিয়া নামের এক কৃষকের অগ্নিদগ্ধ হয়ে ৫টি গরু ও ৩টি ছাগল মারা গেছে।এতে ৬লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন পরিবারটি।পরে স্থানীয়া এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গাড়াগ্রাম ইউপির পশ্চিম দলিরাম মন্ডল পাড়া গ্রামে এ অগ্নি দূর্ঘটনা ঘটে।তিনি ্ওই গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের ছেলে।মঙ্গলবার (৩১অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,গবাদি পশুর পোড়া গন্ধ আর সংসারে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে কৃষক পরিবারের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।এলাকাবাসি জানায়,প্রতিদিনের ন্যায় কৃষক নুরবক্ত গোয়াল ঘরে গরু-ছাগল ও কয়েল জ্বালিয়ে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি আগুনের দাউ দাউ শব্দ শুনে ঘর থেকে বেড়িয়ে আতœচিৎকার দিলে পড়া প্রতিবেশি এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।এসময় গোয়াল ঘর ভষ্মিভ’ত হয়ে সুটাম দেহের বড় আকারের ১টি গাভি,১টি আড়িয়া গরু, ৩টি দামুর গরুসহ ৩টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কমান্ডার মহরম আলী অগ্নি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।