127 বার পঠিত
কিশারগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশারগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই জনের মত্যু হয়েছে। সহপাঠিদের সঙ্গে জলকলি খেলতে গিয়ে বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়নের মুশা ঝারপাড়া গ্রামে রিয়াদ বাবু (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছ। ওই গ্রামের সাবেক সেনা সদস্য আলমঙ্গীর হাসানের ছেলে ও রংপুর ক্যাট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে মাগুড়া ইউনিয়েনের দালাপাড়া গ্রামে লামিয়া আক্তার (৬) নামের শিশুর মত্যু হয়েছে। ওই গ্রামের কামাল হাসনের মেয়ে। কিশারগঞ্জ থানার ওসি পলাশ চদ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।