1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শিশু বক্তা মাদানী - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শিশু বক্তা মাদানী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 126 বার পঠিত

গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী।

শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। জেল সুপার আমিরুল ইসলাম বলেন, আজ রাত ৮টার রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, “রফিকুল গ্রেপ্তার হওয়ার পর ২০২১ সালের ৩০ জুন থেকে এ কারাগারে বন্দি ছিলেন।”

রফিকুল ইসলাম মাদানি ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ চারটি মামলাতেই রফিকুলকে জামিন দিয়েছে হাইকোর্ট।

কারা কর্তৃপক্ষ জানায়, রফিকুলের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, ঢাকার তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সবগুলি মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে শনিবার রাত ৮টার সময় তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কারা ফটকে থাকা রফিকুল ইসলাম মাদানির খালাতো ভাই আমিনুল হোসেন বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা তাকে নিতে এসেছি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি।”

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park