48 বার পঠিত
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি। এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় জেলার কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আগামীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সুপরামর্শ প্রদান করা হবে এবং সেই সাথে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার কথাও বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন এর সঞ্চালনায়,এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়া পৌরসভার মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, পুরুলিয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।